NSWতে ১৪,০০০ টি টেষ্টের মধ্যে ১০টি নতুন করোনা পজিটিভ

মুনা মুস্তাফা: এনএসডাব্লিউতে ১৪০০০ টি টেষ্টের মধ্যে ১০টি নতুন করোনা পজিটিভ কেস ধরা পরেছে। আজ সোমবার প্রিমিয়ার গ্ল্যাডিস বিরেজকিলিয়ান এই নতুন করোনা পজিটিভ কেসগুলির সত্যতা ঘোষনা দেন।

নতুন পজিটিভ কেসের মধ্যে ৬জন কোরেনটাইন হোটেলের অতিথি যারা সম্প্রতি বাইরের দেশ থেকে অস্ট্রেলিয়ায় এসেছে বাকি ৪ জন সিডনী সিবিডি ক্লাস্টারের সাথে লিংকড বলে উল্লেখ করা হয়েছে।

আরো নতুন কিছু জায়গাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে-

২৭ আগস্ট বৃহস্পতিবার ১০ টা থেকে ১১টা উলওরর্থ বেলমেইন।

২৮ আগস্ট শুক্রবার দুপুর ২ টা থেকে ২:৩০ বেলমেইন কেমিষ্ট ওয়ার হাউজ।

২৭ আগস্ট বৃহস্পতিবার ৪:৪৫ থেকে ৭:৩০ শুসি রিও চেষ্টউড।

২৮ আগস্ট শুক্রবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে সেন্ট ইভস্ সপিং সেন্টার কোলস্।

যারা এসব জায়গায় ঐ সময়ে গিয়েছেন তাদের করোনা ভাইরাস এর লক্ষণ দেখা মাএ চিকিৎসকের সরানাপন্ন হবার পরামর্শ দেয়া হয়েছে।

2021-05-04 18:11:00 0000-00-00 00:00:00
Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *