৮ বছর ধরে যুক্তরাষ্ট্রে লবিষ্ট পুষছে আ’লীগ সরকার, ঢেলেছে ২০ কোটি টাকা

দুই-তিনদিন আগেও মিটিংয়ে বসেছিলেন সরকারের মন্ত্রী-এমপিরা। ইস্যু ছিলো র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সমাধান খোঁজে বের করা। মিটিংয়ে শেষে সরকারের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানালেন যুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়োগ করবেন। সংসদীয় কমিটি সরকারকে লবিস্ট নিয়োগে তাগাদা দেয়। অথচ ২০১৪ সালের একতরফা নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে লবিস্টের পেছনে বিপুল অংকের দেশের টাকা গচ্ছা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। লবিস্ট নিয়োগের এই চুক্তি আবার নবায়ন করা হয়েছে। ২০১৪ সালের একতরফা জাতীয় নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্রে এই লবিস্ট নিয়োগে তৎপর হয় ক্ষমতা বৈধ করার সার্টিফিকেট নিতে তৎপর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার।
ওয়াশিংটন ভিত্তিক লবিং ফার্ম ‘বিজিআর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স’ এর তিন মাস অন্তর প্রকাশ করা নথি ঘেঁটে এই তথ্য জানা গেছে। বছরের পর বছর জনগণের পকেটের টাকায় সরকারের ডলার অপচয়ের এই নথির তথ্য অনেকটাই উন্মুক্ত।

2022-04-09 16:36:52

2022-04-09 06:36:52

Published
Categorized as 60

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *