আট দেশ তাদের নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার আহ্বান জানানো হয়েছে। যেকোনো সময় ইউক্রেনে রাশিয়া হামলা করতে পারে এমন আশঙ্কায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
যেসব দেশ নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে, সেসব দেশ হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও লাটভিয়া।
এদিকে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াট হাউজ থেকে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনী যেকোনো দিন ইউক্রেন আক্রমণ করতে পারে। আক্রমণের সূত্রপাত একটি বোমা হামলার মাধ্যমে হতে পারে।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি।
যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মসকো।
2022-04-09 16:35:54
2022-04-09 06:35:54