৭৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনাল্ডো

ক্যারিয়ারে ৭৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার সমসাময়িক খেলোয়াড়দের কেউ-ই এই রেকর্ডের আশপাশেও নেই। রোনাল্ডোর রেকর্ডের রাতে ডায়নামো কিয়েভকে হারিয়েছে জুভেন্টাস।

রোনাল্ডোর নৈপুণ্যে চলতি আসরের উয়েফা চ্যাম্পিয়নস লিগে একের পর এক ম্যাচ জিতেই চলেছে জুভেন্টাস।

‘জি’ গ্রুপের লড়াইয়ে এ পর্যন্ত হয়ে যাওয়া পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছেন ইতালির জায়ান্টরা।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে ৩-০ গোলের ব্যবধানে ডায়নামো কিয়েভকে হারিয়েছে জুভেন্টাস। যেখানে গোল পেয়েছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আর এই গোলের মাধ্যমে দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন সিআর সেভেন তারকা।

আর পেশাদার ক্যারিয়ারে ৭৫০ গোল জমা হলো রোনাল্ডোর ঝুলিতে।  বর্তমানে খেলে যাওয়া ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা তিনিই।

২০০২ স্পোর্টিং সিপির হলে প্রথম জালে বল জড়ান রোনাল্ডো। এর পর গত আট বছরে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে গোলের বন্যা বইয়েছেন। এ ছাড়া পর্তুগাল জাতীয় দলের হয়েও এনে দিয়েছেন অনেক সফলতা। সব মিলিয়ে ১০৩০ ম্যাচ খেলে ৭৫০ গোল পূরণ করলেন রোনাল্ডো।

স্পোর্টিং সিপির হয়ে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি এবং জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত ৭৫টি গোল করেছেন রোনাল্ডো। এ ছাড়া পর্তুগালের জার্সিতে ১০২ গোল করেছেন তিনি।

বুধবারের ম্যাচে রোনাল্ডো ছাড়াও বাকি ২ গোল করেছেন ফেডরিখ চিয়েসা ও আলভারো মোরাতা।

ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন চিয়েসা।  এর পর দ্বিতীয়ার্ধে নেমে ৫৭ মিনিটের সময় রোনাল্ডো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

এর ৯ মিনিট পরেই শেষ গোলটি করে ডায়নামো কিয়েভের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন মোরাতা।

পুরো ম্যাচে একচেটিয়ে খেলেছেন আন্দ্রে পিরলোর শিষ্যরা। একটি গোলও শোধ করতে পারেনি ডায়নামো কিয়েভ।

2021-03-07 00:35:19

2021-03-06 13:35:19

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *