৫৬ বছর বয়সে মুগ্ধতা ছড়াচ্ছেন শাহরুখ খান

দীর্ঘ সময় ধরে বড় পর্দায় দেখা মেলেনি রোমান্টিক কিং খ্যাত জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানের। অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিলো ‘জিরো’ সিনেমায়। মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। 
ভক্তরাও অপেক্ষায় আছেন অভিনেতাকে বড় পর্দায় দেখার। শাহরুখ ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বড় পর্দায় আসছেন অভিনেতা। ‘পাঠান’ সিনেমা দিয়ে। 
সুপারস্টার বর্তমানে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন। শুটিংয়ের জন্য সহঅভিনেতাদের সঙ্গে এসআরকে সম্প্রতি স্পেনে উড়ে গেছেন। 
এই সবের মাঝেই পাঠানের সেট থেকে ফাঁস হয়েছে শাহরুখ খানের একটি ছবি। যেখানে অভিনেতাকে একটি ভিলার বাহিরে দাঁড়ানো দেখা গিয়েছে। অ্যাবস এবং শার্টবিহীন অবতারে। ৫৬ বছর বয়সে অভিনেতার ফিটনেস মুগ্ধ করেছে নেটিজেনদের। তার লম্বা চুল, কার্গো প্যান্ট এবং সানগ্লাস পরিহিত লুকে দেখে অনেকেই দার্দ-ই-ডিস্কোতে তার চেহারার কথা মনে করছেন। 
সেই ছবিটি এখন অনলাইন দুনিয়ায় ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে কঠোর বডি ট্রান্সফর্মেশনের জন্য অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

2022-04-09 16:35:01

2022-04-09 06:35:01

Published
Categorized as 20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *