৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে সম্প্রচার স্বত্বের চুক্তি বাতিল করতে যাচ্ছে চ্যানেল সেভেন। এর ফলে ৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। চুক্তি বাতিলের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে আইনি নোটিশও পাঠিয়েছে চ্যানেল সেভেন।

চুক্তি অনুযায়ী আগামী সপ্তাহেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে ৫০ মিলিয়ন ডলার দেয়ার কথা চ্যানেল সেভেনের। যদিও এর আগেই চুক্তি বাতিল করতে যাচ্ছে সংস্থাটি। এর ফলে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। 

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া সূচির বেশিরভাগই স্থগিত হয়ে পড়েছে। তারপরও চ্যানেল সেভেনকে কোনো ছাড় দিতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। এর জেরেই এবার চুক্তি বাতিল করছে তারা।

কদিন আগেই চ্যানেল সেভেন নেটওয়ার্কের প্রধান জেমস ওয়ার্বারটন বলেছিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া এখন ধ্বংসস্তুপ হয়ে পড়া একটি প্রতিষ্ঠান। আমরা সবকিছু বিবেচনায় নিয়ে চুক্তিটি বাতিলের দিকে এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমরা তাদের জানিয়ে দিয়েছি।ì

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগ শুরু হতে যাচ্ছে ৩ ডিসেম্বর। একই দিনে শুরু হওয়ার কথা ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজও। তবে এই সময় আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে অজিরা। এরপর ভারত সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন দেশটির ক্রিকেটাররা।

আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে আসন্ন বিগ ব্যাশে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ক্রিকেটারদের। এর ফলে মোটা অঙ্কের মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে চ্যানেল সেভেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি বাতিলের এটিও অন্যতম একটি কারণ।

চ্যানেল সেভেনের প্রধান বলেন, সাম্প্রতিক সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বেশ কিছু সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। হঠাৎ করেই তারা ঘোষণা দেয় বিগ ব্যাশ লিগ অনুষ্ঠিত হবে। কিন্তু করোনার কারণে ভ্রমনে নিষেধাজ্ঞা থাকায় অনেক ভালো ক্রিকেটার টুর্নামেন্টে খেলতে পারবে না।

কিছুদিন ক্রিকেট অস্ট্রেলিয়া জানাল, চলতি বছরের বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ক্রিকেটাররা থাকছে না। তারা কোনো সঠিক সিদ্বান্তই নিতে পারছে না।

2021-05-04 20:18:17

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *