নিজস্ব প্রতিবেদক: মুখস্থ বিদ্যার ওপর নির্ভর করে ডিগ্রি দেওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। গবেষণা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশেষজ্ঞ মহলের তাগাদা থাকলেও সেদিকে খুব বেশি নজর নেই অনেক বিশ্ববিদ্যালয়ের। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ৫৫টি সরকারি ও ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এসবের মধ্যে ২৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয়গুলো হলো—সেন্ট্রাল উইমেনস ইউনির্ভাসিটি, দ্য পিপলস ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, প্রাইম এশিয়া ইউনির্ভাসিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ফার্স্ট ক্যাপিট্যাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্ট্যারন্যাশনাল ইউনির্ভাসিটি, রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, গ্লোবাল ইউনির্ভাসিটি বাংলাদেশ, দি ইন্ট্যারন্যাশনাল ইউনির্ভাসিটি অব স্কলার্স, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), সেন্ট্রাল ইউনিভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, রূপায়ন একে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়, আনোয়ার খান মডার্ন ইউনির্ভাসিটি, জেড এম আর এফ ইউনির্ভাসিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্স, আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহসানউল্লা বিশ্ববিদ্যালয়, বান্দরবান বিশ্ববিদ্যালয়, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনির্ভাসিটি (রাজশাহী), ট্রাস্ট ইউনির্ভাসিটি (বরিশাল), ইন্ট্যারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনির্ভাসিটি, ইউনিভার্সিটি অব ব্রাক্ষণবাড়িয়া, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচম্যান অ্যান্ড টেকনোলজি, মাইক্রোল্যান্ড ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনির্ভাসিটি।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক বিশ্ববিদ্যালয়ে মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে। শিক্ষার্থী কম। অল্প কয়েকটি অনুষদ চালু আছে। কিছু বিশ্ববিদ্যালয় নতুন। এসব কারণে গবেষণার জন্য বরাদ্দ রাখা সম্ভব হয়নি।
এ বিষয়ে ইউজিসির সদস্য (গবেষণা সহায়ক ও প্রকাশনা বিভাগ) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, ‘গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় চলবে, সেটি কখনো কাম্য নয়। তারা যাতে বেশি বেশি গবেষণা করে, সেজন্য তাগাদা দেওয়া হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয় বরাদ্দ পায় না বলে গবেষণা করতে আগ্রহী হয় না। এ খাতে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব তহবিল তৈরি করতে হবে। দেশের ইন্ডাস্ট্রিগুলোকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করে থাকলে হবে না।’
তিনি আরও বলেন, ‘কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের গবেষণা চলছে। তারা অনেক ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়েও এগিয়ে আছে। তারা দেশি-বিদেশি অর্থ আনতে সক্ষম হচ্ছে। শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে সেদিকে গুরুত্ব দেওয়া উচিত।’ ইয়ামিন/রফিক
2022-04-09 16:36:52
2022-04-09 06:36:52