যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফক্স নিউজের হিসেব অনুযায়ী জো বাইডেন ২৬৪ তে, আর ডনাল্ড ট্রাম্প ২১৪ তে এখনও আটকে আছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলছে ‘যদির খেলা। এর উত্তর কবে, কোথায় গিয়ে শেষ হবে তা বলা যাচ্ছে না। গতকাল নেভাদার স্থানীয় সময় দুপুর ১২টায় নতুন আপডেট দেয়ার কথা ছিল। আপডেট দেয়াও হয়েছে। কিন্তু চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি।
এই আপডেটের আগে পর্যন্ত সেখানে শতকরা ৭৫ ভাগ ভোট গণনা করা হয়েছিল। এরপরে আপডেটে জানানো হয়েছে শতকরা ৯৪ ভাগ ভোট গণনা করা হয়েছে। তাতে জো বাইডেন পেয়েছেন শতকরা ৪৯.৪ ভাগ ভোট। ট্রাম্প পেয়েছেন ৪৮.৫ ভাগ।
এ রাজ্যে যদি বাইডেন জয় পান তাহলেই তার হোয়াইট হাউজের টিকেট নিশ্চিত হয়। কারণ, এ রাজ্যে আছে ৬টি ইলেকটোরাল কলেজ ভোট। তার প্রয়োজনও ৬টি। এই ৬টি ভোট পেলে তার সেই ম্যাজিক নাম্বার ২৭০ পূর্ণ হয়।
তবে বিবিসি ও অন্যান্য সংবাদ মাধ্যমের হিসাব আলাদা। তাদের হিসাবে জো বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোট। ট্রাম্প ২১৪। এ হিসাবে বাইডেনকে জিততে হলে প্রয়োজন ১৭টি ইলেকটোরাল কলেজ ভোট। ট্রাম্পের প্রয়োজন ৫৬টি।
2021-05-04 19:26:55
0000-00-00 00:00:00