তিস্তা নদীর ভাঙন রোধ, নদী পুনঃখনন, পানির ন্যায্য হিস্যা, ভাঙন কবলিত হাজার হাজার পরিবারকে পুনর্বাসনের দাবিতে রোববার ২৩০ কিলোমিটার মানববন্ধন করেছে তিস্তা পাড়ের কয়েক হাজার মানুষ। রংপুর গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী জেলায় তিস্তা তীরবর্তী এলাকার দুই ধারে এ মানববন্ধন হয়।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকা, কাউনিয়ায় তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকাসহ বিভিন্ন এলাকায় মানববন্ধনে অংশ নেন তিস্তা বাঁচাও নদী রক্ষা কমিটির নেতারা।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতি বছর তিস্তা নদীর অব্যাহত ভাঙনে হাজার হাজার পরিবার বাস্তুভিটা ও জমি হারিয়ে সর্বস্বান্ত হচ্ছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে তিস্তার পানি একেবারে কমে যায়, ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়।
এজন্য ভারতের উজানে বাঁধ দিয়ে তিস্তা নদীর পানিপ্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘদিন নদী পুনঃখনন না হওয়ায় ম;রা খালে পরিণত হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে তিস্তা খনন করে পানির প্রবাহ অব্যাহত রাখলে বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়তে হবে না।
বক্তারা বলেন, তিস্তা নদী বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার প্রবাহিত। এ অংশে প্রতিবছর বন্যা আর ভাঙনে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যা ও ভাঙনের হাত থেকে মুক্তি চান নদী তীরবর্তী মানুষ।
তিস্তা নদীর সুরক্ষা, দুই তীরের বন্যা-ভাঙন রোধ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিও জানান তারা। অভিনব এ মানববন্ধনে তিস্তা পারের মানুষ ছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00