২১ শতকের সেরা ক্রিকেটার তালিকায় সাকিব

একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ মূল্যবান বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলির এ স্বীকৃতি পেয়ে আপ্লুত সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডার জানিয়েছেন উইজডেনের এ মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি সম্মানিত।

সাকিব তার অফিসিয়াল ফেসবুক পোস্টে সাকিব বলেন, ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয়য় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রক্ষার তথ্য গোপন করে ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হন এই স্পিনিং অলরাউন্ডার। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের পর আবারও ২২ গজ মাতাতে দেখা যাবে সাকিবকে।

2021-05-04 15:22:16

2021-05-04 22:22:16

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *