২০২৩ বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে শুরু করেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ

ঝাই রিচার্ডসন, জস ফিলিপ ও ক্যামেরন গ্রিনের মতো উদীয়মান তারকাদের নিয়ে ছক কষতে চান অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তিনজনের মধ্যে পেস বোলিং অলরাউন্ডার গ্রিন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিলিপের আন্তর্জাতিক অভিষেক না হলেও ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ হয়েছে রিচার্ডসনের। যদিও চোটে পড়ে গত বিশ্বকাপ খেলতে পারেননি রিচার্ডসন।

২৩ বছর বয়সী এই পেসারকে নিয়ে ফিঞ্চের বক্তব্য, ‘কাঁধে পুনরায় অস্ত্রোপচার করায় তার দীর্ঘ পথচলার জন্য ভালো হয়েছে বলে আমার মনে হয়। তার মতো খেলোয়াড় ম্যাচে রোমাঞ্চ এনে দেয়। মানুষ টিভি চালিয়ে এমন কাউকে দেখতে চায় যে গতি আর সুইংয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়।’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন গ্রিন। ২১ বছর বয়সী এই তরুণের অভিষেক হয় ২০১৭ সালে।

তাঁর ব্যাপারে ফিঞ্চ বলেন, ‘গ্রিনকে দেখুন, পেইন গত সপ্তাহে তাকে নিয়ে কী যেন বলছিল। বিশেষ করে গত ১২ মাসে রাজ্য ক্রিকেটে তার উত্থান ও দাপট ছিল চোখে পড়ার মতো। সে তরুণ ক্রিকেটার এবং আমি মনে করি তার সম্ভাবনা অনেক।’

এছাড়া বিগ ব্যাশের সবশেষ আসরের ফাইনালে ৫২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ২৩ বছর বয়সী ফিলিপ। সিডনি সিক্সার্সের জয়ে বড় অবদান আছে তাঁর। তাঁর এমন ইনিংস চোখ এড়ায়নি ফিঞ্চের।

‘ফিলিপ বিগ ব্যাশ ফাইনালে দাপট দেখিয়েছে। তরুণ ক্রিকেটারদের বড় ম্যাচে পারফর্ম করাটা অসাধারণ ব্যাপার। এটাই প্রমাণ করে যে, তাদের মধ্যে অবশ্যই কিছু আছে।

2021-05-04 15:00:33

2021-05-04 22:00:33

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *