২০২২ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পরে করোনা : ডব্লিউএইচও

২০১৯ সালের ডিসেম্বরে ছড়িয়ে পরা করোনাভাইরাসের ছোবল থেকে এখনো বের হতে পারেনি বিশ্ব। এই পরিস্থিতি ২০২২ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পরে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি দীর্ঘ হওয়ার এই আশঙ্কার পেছনে দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয়সংখ্যক টিকা না পাওয়ার বিষয়টি সামনে এনেছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচ’র ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেছেন, এখনো পর্যাপ্ত টিকা পায়নি দরিদ্র দেশগুলো। এতে করোনা সংকট কোনো অংশেই কমবে না। বরং ২০২২ সালেও ভাইরাসটি পৃথিবীতে ঘুরে বেড়াবে।
বিবিসির জানায়, আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত করোনার টিকা গ্রহণ করার সুযোগ পেয়েছেন। সে তুলনায় অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।
এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, দরিদ্র দেশগুলোতে ধীর গতিতে টিকা সরবরাহের অর্থ করোনা মহামারি দীর্ঘস্থায়ী হওয়া।

2022-04-09 16:39:50

2022-04-09 06:39:50

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *