এক দলিয় শাসন মানেই খারাপ, তা কিন্তু নয়। তবে একদলীয় শাসনের কিছু গোঁয়ার্তুমি থাকে যা খুবই ভয়ঙ্কর। চীনে একদলীয় শাসন তার পরও চীন উন্নতি করে নাই তা কিন্তু নয়। চীন উন্নতি করেছে। যখন সমগ্র বিশ্ব কোবিট আক্রান্ত হয়ে মৃত্যু ভয়ে কম্পমান, ঠিক তখনই চীন নিজেকে পরাশক্তি হিসাবে জাহির করতে ভারত আক্রমণে। এক দলিয় শাসকরা যে তাদের প্রতিবেশীরই সাথে এমন আচরণ করে থাকে তা নয়; এমন আচরণ তারা হরহামেশায় নিজের দেশের জনগণের সাথে করে থাকে, তবে ভাল ও সুন্দর দিক এই যে দলিয় মানুষের সাথে এমন আচরণ তারা করে না।
চীনে তিয়েনমিন স্কয়ারে জমায়েত হয়েছিল বিশাল সংখ্যক মানুষ (যারা মূলতই তরুণ) চীন এর সেই একনায়কের বিরুদ্ধে। সেখান থেকে তাদের তুলে দিতে সেই একনায়ক হত্যা করেছিল দুই লক্ষ। কিন্তু চীন এর পত্রিকায়, মিডিয়ায় সে খবর কখনই পায় নাই। এমন কি এই লক্ষ লক্ষ তরুণ কেন সেখানে জমায়েত হয়েছিল তার কোন কারণ সেই অর্থে জানা যায় নাই চীনের কোন মিডিয়ার মাধ্যমে বরং চীন তার দেশ থেকে কোন খবর বাহিরে প্রচার যেন না হয় সেই ব্যবস্থা করেছিল পাকাপোক্ত ভাবেই। অন্যপক্ষে যুদ্ধবাজ একটা গণতান্ত্রিক দেশ আমেরিকা একজন কালো মানুষ জর্জকে পুলিশ মেরে ফেলেছিল বলে রাস্তায় নেমে এসেছিল সাদা কালো মানুষের ঢল। সমগ্র বিশ্ব দেখেছিল সেই ঘটনা। এটি যুদ্ধবাজ আমেরিকার রহস্য নাকি গণতন্ত্রের রহস্য?
এক দম্পতি গাড়িতে করে যাচ্ছিল। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবলসহ গাড়ি আটক করে। গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে। মেয়েটি সবাই মিলে ধর্ষণ করে। মেয়েটির রক্তাক্ত ডেড বডি তিন দিন পর টঙ্গি ব্রিজের নিচে পাওয়া যায়।
মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ার পর মোজাম্মেল বলল, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে তিন লাখ টাকা দেব। বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না। স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাব, আপনি পড়বেন বিপদে। আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না।
মেজর নাসের বললেন, এটা তুচ্ছ বিষয়?
মোজাম্মেল জবাব দিল না। উদাস চোখে তাকাল। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। তোমার তিন লাখ টাকা তুমি তোমার গুহ্যদ্বারে ঢুকিয়ে রাখো। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজ্জাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল।”
সূত্রঃ দেয়াল – হুমায়ূন আহমেদ (মূল ঘটনা Bangladesh Legacy of Blood, Anthony Mascarenhas এই ঘটনার কথা উল্লেখ আছে। হুমায়ূন আহমেদ সম্ভবত সেখান থেকেই নিয়েছে।)
স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রবেশ করেছিল এক দেশ এক দল নীতিতে। ১৯৭২-১৯৭৫ কেমন ছিল বাংলাদেশ?
আদীল
ঢাকা।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00