১৬ তারিখ প্রমাণ হবে আমি পাগল কি-না: ওবায়দুল কাদেরের ভাই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন, আগামী ১৬ তারিখ প্রমাণ করে দিবো, আমি পাগল না-কি।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় জাতীয়ভাবে আব্দুল কাদের মির্জাকে পাগল বলায় ৮ নং ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, এ নির্বাচনকে আমি অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ সৃষ্টি ও জনপ্রতিরোধ গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন করছি। অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করি, তখন জাতীয়ভাবে আমাকে বলা হয়- আমি নাকি পাগল, উন্মাদ।

এ বিচারটা আপনাদের কাছে দিলাম। ১৬ তারিখ (বসুরহাট পৌরসভা নির্বাচন) আমি পাগল না-কি তা প্রমাণ করে দেব।

মির্জা কাদের আরও বলেন, যে আমাকে বলছে, গোপালগঞ্জের ৯৯ ভাগ আওয়ামী লীগ অধ্যুসিত এলাকা থেকে এমপি হয়েছেন। আগে মন্ত্রী ছিল, এখন নাই। ওনার সম্পর্কে সবাই জানেন কি কি অনিয়ম করেছেন। অনিয়ম না করলে তাকে মন্ত্রী বানানো হয়নি কেন? তিনি আবার আমাকে বলেন পাগল।

2021-03-13 20:37:34

2021-01-09 04:14:41

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *