১০ দিনে হয়ে গেলেও বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বন্ধু রাষ্ট্র ভারতীয় বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাদশাহ (২৭) নামে এক যুবক নিহত হন। জানা যায়, ১০ দিন পার হলেও বাদশাহর মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। নিহত বাদশাহ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. তোজাম্মেল হক। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার গোপালনগর ২৪ ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে বাদশাহ মারা যান। পরদিন সকালে সীমান্ত থেকে বাদশাহর মরদেহ নিয়ে যায় বিএসএফ। এরপর তারা আর বাদশাহর মরদেহ ফেরত দেয়নি।

এ ব্যাপারে ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, গোপালনগর ২৪ ক্যাম্পের বিএসএফ ও মালদহ পুলিশকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সকল প্রক্রিয়া শেষ করার পর বাদশাহর মরদেহ তারা ফেরত দেবে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *