বাংলাদেশ সফর নিয়ে মাঝে একটু গড়িমসি করছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই জটিলতা থেকে বেরিয়ে এসেছে তারা। বাংলাদেশ সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নতুন বছরের শুরুতেই। আগামী ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে খেলতে তারা তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ।
করোনাকালে এটাই হবে বাংলাদেশের মাটিতে প্রথম কোন আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ।
পূর্বসূচিতে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টিও ছিল। ওয়েস্ট ইন্ডিজ সফর সংক্ষিপ্ত করার পরিকল্পনায় জানানোয় শেষ পর্যন্ত সিরিজ থেকে টি-টোয়েন্টি বাদ পড়েছে।
বাংলাদেশ সফরে গিয়ে মাত্র কয়েকদিনের কোয়েরাইন্টানে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের আগে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। ১৮ জানুয়ারি হবে সেই প্রস্তুতি ম্যাচ। ২০ জানুয়ারি থেকে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে মিরপুরে। দ্বিতীয় ওয়ানডে একই মাঠে ২২ জানুয়ারি। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৫ জানুয়ারি হবে সেই ম্যাচ।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ৩ ফেব্রুয়ারি। সেই ম্যাচের আগে এম এ আজিজ স্টেডিয়ামে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ, ২৮ জানুয়ারি থেকে।
সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট হবে মিরপুরে ১১ ফেব্রুয়ারি।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00