হোয়াটসঅ্যাপ চ্যাট হাইড করবেন যেভাবে

অনেক সময় হোয়াটসঅ্যাপে অনাকাঙ্খিত মেসেজ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। চাইলে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট হাইড করতে পারেন। জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট হাইড করবেন।  
অ্যানড্রয়েডে 
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। যে চ্যাট বা মেসেজ আপনি ‘হাইড’ করতে চান তাতে লং প্রেস করুন। এবার ওপর থেকে আর্কাইভ বটন সিলেক্ট করুন। 
কীভাবে আন-হাইড করবেন? 
প্রথমে চ্যাট ট্যাবে গিয়ে সার্চ বারে ট্যাপ করুন। যে চ্যাট বা যার মেসেজ আপনি আনআর্কাইভ করতে চান তার নাম লিখুন। এবার যে চ্যাট বা মেসেজ আন-আর্কাইভ করতে চান তাতে লং প্রেস করুন। ট্যাপ করুন আন-আর্কাইভে। 
এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি স্ক্রল করে তা লং প্রেস করেও আন-আর্কাইভ করা যেতে পারে। 
আইফোনের জন্য 
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। যে চ্যাট বা মেসেজ আপনি ‘হাইড’ করতে চান তা ডান দিকে টেনে সরান। এবার আর্কাইভ বাটন সিলেক্ট করুন। 
কীভাবে আন-হাইড করবেন চ্যাট ? 
এখানে প্রথমে আন-আর্কাইভ স্ত্রিনে গিয়ে যে ব্যক্তি বা গ্রুপের চ্যাট আন-হাইড করবেন সেটা বা দিকে সরিয়ে দিন বা সোয়াইপ করুন।
এবার আর্কাইভে ট্যাপ করুন। সার্চ করেও এই কাজ করতে পারেন গ্রাহক। 
সে ক্ষেত্রে চ্যাট ট্যাবে গিয়ে সার্চ বারে প্রথমে ট্যাপ করতে হবে। যে চ্যাট বা যার মেসেজ আপনি আর্কাইভ করতে চান তার নাম লিখুন বা মেসেজ লিখুন। চ্যাট সামনে এলে তা বা দিকে সোয়াইপ করুন।
এবার আর্কাইভে ট্যাপ করুন।

2022-04-09 16:39:50

2022-04-09 06:39:50

Published
Categorized as 21

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *