হেফাজত মোকাবিলায় বাংলাদেশ সরকারের কৌশল কেন নমনীয়?

১০ বছর আগে হেফাজতের নাম বাংলাদেশের কত জন মানুষ জানত এখন ১৭ কোটি মানুষের সবাই জানে। বিএনপির মতো হেফাজতকে মোকাবিলায় সরকারের পক্ষে কঠাের কোন সিদ্ধান্ত নাই। সরকার চাইছে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে মানুষকে নিয়ে হেফাজতের মোকাবিলা করুক!

আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনকে রাস্তায় মিছিল মানব বন্ধনের কাজে লাগাতে চায় আওয়ামী সরকার। 

সরকার ভাবছে আওয়ামী লীগের মিছিল মিটিং মানবন্ধনে লাখ লাখ মানুষ এসে হেফাজতের মোকাবেলা করবে।

তবে আওয়ামী কর্মীরা লগি বৈঠা হাতুড়ি দিয়ে যাতে হেফাজতের উপর চড়াও না হয় সে জন্যে পুলিশকে কড়া নির্দেশ দেয়া আছে যাতে পুলিশ মাঝখানে দাড়িয়ে যায়! মোট কথা সরকার চাইছে জনমতের মাধ্যমে জনগনকে সাথে নিয়ে আওয়ামীলীগ যেন হেফাজতের মোকাবিলা করে। 

 তবে আগামীতে বিএনপি জাপা নিয়ে সর্বদলীয় সরকার বানিয়ে মোটামোটি সুষ্ঠু ইলেকশন করার চিন্তাও করছেন। ঐ ইলেকশনে জিতে পরিশুদ্ধ হতে চাইবেন। আর এটা করতে হলে হেফাজতকে সামাল দিতেই হবে। তারা সেটাই করবেন, সেটাই হবে এবং আগামী ইলেকশনে তাই তারা আবারও টুপি পড়বেন।

বর্তমান আওয়ামী সরকারের বুঝা উচিত মানুষ যেমন রাস্তায় বিএনপির পিছনে দাড়াচ্ছে না, আওয়ামীলীগের পিছনেও রাস্তায় মানুষ দাড়াবে না ! 

বিএনপি যেমন তার নিজস্ব কর্মী নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা করে আওয়ামীলীগও তেমনি তার নিজস্ব কর্মী নিয়েই হেফাজতের মোকাবিলা করার চেষ্টা করবে। জনগন ব্যাস্ত থাকবে তার নিজের কাজ নিয়ে। কারণ অঞ্চলের মানুষ কখনই চরমপন্থায় যায় নি, শত বছরের ইতিহাস তাই বলে ! আজ যারা মৌলবাদি উথান নিয়ে শংকিত তাদের জানা উচিত, ছাত্রলীগ যুবলীগ নয় মৌলবাদ উথান দমনের একটাই উপায় তা হলো সঠিক গনতন্ত্র, ইলেকশনে মানুষকে তাদের মতামত দিয়ে দেয়া! এটি চলতে না দিলে শত বছরের ইতিহাসে যা হয়েছিল সামনে হয়তো তাই হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না!

তবে সবচেয়ে মজার ব্যপারটি যেটা দাড়াবে সেটা হলো আওয়ামীলীগ যে কথা বিএনপিকে সব সময় বলে আসছে, জনগন আপনাদের পাশে নাই। আপনারা জনগনকে আন্দোলনে নামাতে পারেন না!

সময় এসেছে আজ আওয়ামীলীগের ক্ষেত্রে, এখন আওয়ামীলীগের কাছেই হয়তো ফিরে যাচ্ছে!
What goes around – Comes around!

কামরুল ইসলাম
প্রধান সম্পাদক

2021-09-01 04:46:59

2021-08-31 18:46:59

Published
Categorized as 55

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *