১০ বছর আগে হেফাজতের নাম বাংলাদেশের কত জন মানুষ জানত এখন ১৭ কোটি মানুষের সবাই জানে। বিএনপির মতো হেফাজতকে মোকাবিলায় সরকারের পক্ষে কঠাের কোন সিদ্ধান্ত নাই। সরকার চাইছে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে মানুষকে নিয়ে হেফাজতের মোকাবিলা করুক!
আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনকে রাস্তায় মিছিল মানব বন্ধনের কাজে লাগাতে চায় আওয়ামী সরকার।
তবে আওয়ামী কর্মীরা লগি বৈঠা হাতুড়ি দিয়ে যাতে হেফাজতের উপর চড়াও না হয় সে জন্যে পুলিশকে কড়া নির্দেশ দেয়া আছে যাতে পুলিশ মাঝখানে দাড়িয়ে যায়! মোট কথা সরকার চাইছে জনমতের মাধ্যমে জনগনকে সাথে নিয়ে আওয়ামীলীগ যেন হেফাজতের মোকাবিলা করে।
বর্তমান আওয়ামী সরকারের বুঝা উচিত মানুষ যেমন রাস্তায় বিএনপির পিছনে দাড়াচ্ছে না, আওয়ামীলীগের পিছনেও রাস্তায় মানুষ দাড়াবে না !
তবে সবচেয়ে মজার ব্যপারটি যেটা দাড়াবে সেটা হলো আওয়ামীলীগ যে কথা বিএনপিকে সব সময় বলে আসছে, জনগন আপনাদের পাশে নাই। আপনারা জনগনকে আন্দোলনে নামাতে পারেন না!
What goes around – Comes around!
কামরুল ইসলাম
প্রধান সম্পাদক
2021-09-01 04:46:59
2021-08-31 18:46:59