হিন্দুদের জন্য সংসদে ৬০ আসন ও মন্ত্রণালয়ের দাবি

হিন্দু ধর্মালম্বীদের সাথে সহিংসতা বন্ধ করতে সংসদে তাদের জন্য ৬০টি আসন সংরক্ষিত করার পাশাপাশি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় স্থাপনের দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এই দাবি উত্থাপন করেন মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাটের অনেক ঘটনা ঘটেছে। এসব তথ্যের বেশিরভাগ সংবাদপত্র থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন মহাজোটের প্রতিনিধিদের কাছ থেকেও এসব ঘটনার তথ্য সংগ্রহ করা হয়।

তিনি বলেন, তারা (সরকার) হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের চেষ্টা করেছে কিন্তু বন্ধ করতে পারেনি। আন্তরিকতার অভাব আছে।

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের সভাপতি আইনজীবী বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি আইনজীবী দীনবন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

2021-03-04 07:00:50

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *