স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে ফিরছেন তামিম-মুশফিকরা

প্রায় ৪ মাস অবরুদ্ধ থাকার পর শের-ই-বাংলায় ঐচ্ছিক অনুশীলনে অংশ নিতে পারবেন ক্রিকেটাররা। যেখানে মানতে হবে বেশকিছু স্বাস্থ্যবিধি।

অনুশীলন করতে হবে ব্যক্তিগত কিংবা ছোট ছোট দলে। ক্রিকেটারদের মাঠে ফেরাকে ইতিবাচক বলছেন সাবেকরা।

পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকারও পরামর্শ তাদের।

৪ মাসেরও বেশি সময় পর অবশেষ খুলতে যাচ্ছে বন্ধ দরজা। প্রাণ ফিরছে হোম অব ক্রিকেটে।

শুরু হচ্ছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। প্রস্তুত হচ্ছে মাঠ, প্রস্তুত হচ্ছে উইকেট।

ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে স্টেডিয়ামে সব ধরণের প্রবেশে থাকবে কড়াকড়ি। ঐচ্ছিক অনুশীলনেও থাকবে বাধ্যবাধকতা।

ফিটনেস কিংবা ব্যাটিং-বোলিং অনুশীন হবে ছোট ছোট গ্রুপে অথবা ব্যক্তিগতভাবে। যে জন্য বরাদ্দ থাকবে নির্দিষ্ট সময়।

আপাতত ইনডোর কিংবা সেন্টার উইকেটে করা যাবে না ব্যাটিং বোলিং অনুশীলন। তবে ক্রিকেটারদের জন্য উন্মুক্ত থাকবে একাডেমি মাঠ।

স্বাস্থ্যবিধি মেনে মূল মাঠে করা যাবে শুধু রানিং আর স্ট্রেচিং। ইতোমধ্যে অনুশীলে আগ্রহী ক্রিকেটারদের তালিকাও জমা দেয়া হয়েছে বোর্ডে।

তবে এখানেও আছে কিন্তু।  বিশেষ করে গেলো কয়েক মাসে ঘরবন্দী ক্রিকেটাররা।

অনুশীলনে ফেরাটা তাদের জন্য স্বস্তির হলেও হঠাৎ মাঠে ফেরায় দিতে পারে ইনজুরির হানা। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন সাবেকরা।

সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল বলেন, অনেকদিন পর ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে যাচ্ছে।

স্বাভাবিকভাবেই এখন ইনজুরিতে পড়ার ঝুঁকিটা বেশিই থাকবে। কারণ অনেকদিন ধরে ওরা খেলায় নেই। তাই সতর্ক থেকেই সবকিছু করতে হবে।

পরিস্থিতির বিবেচনায় সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের পর জাতীয় দলকে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ফেরানো হতে পারে অনুশীলনে।

2021-05-04 02:25:54

2021-05-04 09:25:54

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *