স্বাস্থ্যখাতের সফলতার দাবি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশের স্বাস্থ্য ব্যবস্থা সফল বলে দাবি করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এমন দাবি করেন।

দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত যখন স্বাস্থ্যখাতের নানা সমস্যা বেরিয়ে আসছে তখন এমন দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর হার কম। তাছাড়া রোগীর সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। সংকটে থাকা রোগী নেই বললেই চলে।

টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে বাসায় থেকে চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন প্রস্তুতকারী সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং যেটা ভালো হয়, আমরা সেটাই গ্রহণ করব।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগের বিষয়ে জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। পদত্যাগপত্র গৃহীত হলে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *