স্বাগত বাংলা নববর্ষ ১৪২৯, প্রার্থনা অগ্নিস্নানে সূচি হোক ধরা 

“এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপস নিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অগ্রদ্বাষ্প সুদূরে মিলাক।” 
প্রতিদিনের মত সূর্য উদয় হলেও, আজকের দিনে সূর্য যাত্রা শুরু করেছে নতুন একটি বছর, নতুন একটি মাস ও নতুন একটি দিন নিয়ে। আজ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ ১৪২৯। সবাইকে বার্তা২৪.কমের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 
পহেলা বৈশাখ পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করার দিন। বৈশাখ স্মরণ করিয়ে দেয়, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাঙালি সংস্কৃতির উত্তরাধিকার। নগর থেকে গ্রাম পর্যন্ত বাঙালি মেতে উঠেছে বর্ষবরণের উৎসবে। পুরনো বছরের গ্লানি আর জরাজীর্ণতা মুছে নতুন বর্ষবরণের আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে সবাই। গতকাল বসন্তের শেষ দিনে চৈত্রসংক্রান্তির নানা আয়োজনের মধ্য দিয়ে সমগ্র জাতি বিদায় জানায় ১৪২৮-এর শেষ সূর্যকে। 
গেল দু’বছর করোনা মহামারির থাবায় নিষ্প্রাণ ছিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মঙ্গল শোভা যাত্রা সহ বর্ষবরণ’কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচি। থমকে থাকা পৃথিবী কিছুটা স্বাভাবিক হয়েছে। 
নতুন বছরকে বরণ সঙ্গে বুক ভরা স্বপ্ন নিয়ে, নতুন প্রত্যয়ে নতুন স্বপ্নের পানে ছুটবে বাঙালি, প্রতিটি প্রাণে প্রাণে বেজে উঠবে প্রত্যাশার নব-আনন্দ। আজকের এ দিনে প্রতিটি কায়মনে প্রার্থনা হোক- “মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।” 

2022-04-13 04:03:12

2022-04-13 04:03:12

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *