স্বপ্ন পূরণ হচ্ছে ফুটবলারদের। বাফুফে ভবনে হচ্ছে উন্নত দেশের মতো আধুনিক সুযোগ সুবিধার জিমনেশিয়াম। ব্যবহার করতে পারবে জাতীয় দল ও নারী ফুটবল দলের পাশাপাশি ক্লাবের ফুটবলাররা। নির্বাহী কমিটির সভায় পাস হলেই কাজে নেমে পড়বে বাফুফে।
সর্বোচ্চ তিন মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি, এমন সিদ্ধান্ত দেশের ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি।
পড়ন্ত বিকেলে ফুটবল ফেডারেশন চত্বরে হঠাৎই তোড়জোড়। সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ভবনের সামনের লনে শুরু হয়ে যায় মাপজোখ। হচ্ছে টা কি? কিছুক্ষণ পরই জানা গেল দেশের ফুটবলারদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হচ্ছে এবার। বাফুফে ভবনে হচ্ছে আধুনিক সুযোগ সুবিধার জিমনেশিয়াম। উন্নত বিশ্বের ফুটবলের জন্য তৈরি জিমগুলোর মতো সব সুবিধাই থাকবে এখানে। জগিংয়ের জন্য থাকবে স্যান্ডপিচ।
শিগগিরই বিষয়টি তোলা হবে হবে নির্বাহী কমিটির সভায়। সেখানে পাশ হলেই তিন মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য কাজী সালাউদ্দিনের। জিমনেশিয়াম ব্যবহার করতে পারবে জাতীয় দল ও নারী দলের পাশাপাশি ক্লাবগুলো।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আমাদের অনেকদিনের পরিকল্পনা ছিলো এই জিমনেশিয়ামের। শিগগিরই আমরা নির্বাহী কমিটির সভায় তুলবো বিষয়টি। সেখানে পাশ হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। জিমের চারপাশে থাকবে কাঁচের দেয়াল। আধুনিক সব যন্ত্রপাতি থাকবে। জাতীয় দল, বয়স ভিত্তিক দল, নারী ফুটবলার ও ক্লাবের ফুটবলাররা নির্ধারিত সময় মেনে জিমের সুবিধা ব্যবহার করতে পারবে। জগিংয়ের জন্য থাকবে স্যান্ডপিচ।
জিমনেশিয়ামের বাজেট কোটি পেরোলেও, তা বাস্তবায়ন করবে বাফুফে।
কাজী সালাউদ্দিন বলেন, অর্থ নিয়ে আমরা ভাবছি না। পল ইঞ্জিনিয়ারদের নিয়ে কিছু ডিজাইন করেছে। এখনও চূড়ান্ত হয়নি কোনটা। এক কোটি টাকার বেশিও যদি খরচ হয়, তাও আমরা কাজ শেষ করবো।
ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে এই জিমনেশিয়াম বেশ কাজে আসবে বলে জানান টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
স্মলি বলেন, জাতীয় দল, বয়স ভিত্তিক দল ও নারী ফুটবলার সবার জন্যই এটা বেশ ভালো উদ্যোগ। ভাল ফুটবলার তৈরিতে জিম খুব গুরুত্বপূর্ণ। বাফুফের এ সিদ্ধান্ত আমি ইতিবাচক হিসেবে দেখছি। এটা খুব দরকার ছিলো। ভবনের সামনের মাঠের সৌন্দর্য অক্ষত রেখেই করা হবে জিম।
2021-03-04 07:58:49
2021-03-03 20:58:49