কবিতা : স্বপ্নের ভবিষ্যৎ
কবি: শাহানা চৌধুরী
একটা চাক্ষুষ বর্ণমালা চাই,
একটা হিমশিম খাওয়া তুখোড় বর্ণমালা,
জীবদসায় বলয় চুতো বর্ণমালা।
আমি ব্যবধানের চূড়ায় উঠে মায়ের গর্ভের সেই পঞ্চম কন্যা।
আমি একটা অভিশপ্ত ভাঙচুর বন্যা।
বর্ণের ধারায় আমি লিপ্ত দারুন
শুধু উর্বরতার জমি নয়, ভূপৃষ্ঠের প্রকম্পিত আগুন।
সুদূরে তাকালে দাও দাও করে জলে দৃষ্টির গহবর
শাসন বারণের কটাক্ষতাই ডুগডুগির বানর নাচের নাট্যকার।
তোমাদের অতিপরিচিত সুখী সম্পর্ক যখন গুমরে ওঠে সন্দেহের দেয়াল বেয়ে
ইচ্ছে হয় মুন্ডন করি আলু দোষী চরিত্র গুলোকে।
আমার দক্ষতায় বঞ্চিত, থুবড়ে পড়া চতুর শেয়াল
চালাকির বুদবুদি দেখলে মুখভর্তি থুতুর খেয়াল।
আমার সাথে হেঁয়ালি ফলপ্রসূতো মৃত্যুর গান গাই,
দয়া-দাক্ষিণ্য আমার ফর্দ নয়,
আমার শুধু একটা পতাকা চাই।
আমি দুই হাত তুলে তোমাদের কাছে বলতে চাই
আমি একজন অভিনেত্রী নই, আমি তোমাদের নেত্রী হতে চাই।
তারপর, একটা! একটা! করে বিচ্যুত করব অপ্রয়োজনীয় গোপন পশম।
বিচ্যুত করব দুর্গন্ধময় পার্লামেন্টের অভিশপ্ত সাতকাহন।
আমি সাধু-সন্ন্যাসী, আমি বড় খেয়ালী-উদাসী,
আমি বিশ্বাস বুঝিনা, আমি সমাজ গর্ভে যোগ্যতম শাকাশী।
আমি নির্লিপ্তভাবে নিস্তব্ধ চোরাবালি,
আমি ভালোলাগার ব্যস্ততাই প্রেমিককে হারিয়ে ফেলি
আমি বর্ণমালার শতবর্ষের প্রত্যাশিত সেই ঠোঁট
আমি রাজতন্ত্রের ডামাডোলে জনগণের স্বেচ্ছায় দেওয়া ভোট।
আমি পুরনো ষড়যন্ত্রের নতুন সমাধান,
ফুর্তির গদির আসনে বিরোধিতা সংকট।
তোমার চুতি আমি দেখতে পাই!
আমার ধ্যানে-জ্ঞানে বাংলার বর্ণমালা চাই।
ভালোবাসার বর্ণমালা, তৃষ্ণা’র বর্ণমালা, মাতৃভূমির বর্ণমালা।
পরাজিত না মানার, রাজপথে রক্ত দেওয়ার স্লোগানের বর্ণমালা।
আমার আঁতুড়ঘরে বিষ খাইয়ে মেরে ফেলতে চাওয়া বৃদ্ধার প্রতিশোধের বর্ণমালা
আমার পঞ্চম কন্যা হয়ে ওঠার বর্ণমালা।
আমি তাই স্বপ্ন দেখি,
আমি আবার ফিরে আসবো পতাকার ছত্রচ্ছায়ায়,
তোমাদের ভালোবাসায়,
তোমাদের নেত্রীর চরিত্র গঠন কৃপায়।
একটি উন্মুক্ত শ্লোগানের সুরের বাজনায়,
আমি ফিরে আসবো, তোমরা দেখে নিও।
আমাকে ফিরতেই হবে
কারণ আমি ফিরে আসার জন্যই জন্ম নিয়েছি
হে বাংলা, হে আমার মাতৃভূমি।
হে আমার বাংলার বৃদ্ধ, জওয়ান, কিশোর কিশোরী।
তোমরা অপেক্ষায় থেকো,
আমি ফিরব, আমি বারবার ফিরব, যুগে যুগে ফিরব।
আমাকে যে ফিরতেই হয়!
2021-09-13 17:28:15
2021-09-13 07:28:15