ঘরোয়া লিগ কিংবা জাতীয় দল, ক্যারিয়ারের শুরু থেকে সব জায়গাতেই টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত সৌম্য সরকার। যেখানে নিজের সক্ষমতাও দেখিয়েছেন এই বাঁহাতি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে তাকে ৭ নম্বরে বিবেচনা করা হচ্ছে। যেটার কোনো যুক্তি দেখেন না সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
সৌম্য হাত খুলে খেলতে পছন্দ করেন। তাই বলে টপ অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে পার্থক্য আছে বলে মনে করেন ফারুক, ‘এখানে কোনো যুক্তি দেখছি না।আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো- আমরা নির্দিষ্ট পজিশনের কোনো খেলোয়াড়কে সেভাবে মূল্যায়ন করি না। সাব্বির, নাসিররা ৬-৭ নম্বরের ব্যাটসম্যান ছিল। ওরা সবাই স্ট্রোক খেলতে পারতো। তবে টপ অর্ডার এবং মিডল অর্ডারে খেলার মধ্যে পার্থক্য আছে।’
নিচের দিকে নিজের পছন্দের কথাও জানালেন মিনহাজুল আবেদীন নান্নুর কাছে চাকরি হারানো সাবেক এই ক্রিকেটার, ‘আমি মনে করি, যদি কোনো পজিশনের জন্য নির্দিষ্ট ক্রিকেটার আসে, তাহলে ওই পজিশনের প্লেয়ার বাইরে থাকবে। যে ৬-৭ নম্বরে খেলবে তাকে সেটাই দিতে হবে। এখানে সাইফুদ্দিন ফিট থাকলে সেই ভালো হবে দলের জন্য। জোর করে কাজটা ভালো করছে না টিম ম্যানেজমেন্ট।’
তবে টেস্টে সৌম্যকে ছয় নম্বরের জন্য উপযুক্ত মনে করেন ফারুক, ‘আমি নির্বাচক থাকা অবস্থায় সৌম্য দলে চান্স পেয়েছে।সে কি ধরনের খেলোয়াড় সেটা জানা আছে আমার। তার সক্ষমতা আছে টপ অর্ডারে ভালো করার মতো। যদি ছয় নম্বরে টেস্টের জন্য তৈরি করা হয় তবে সেটা ভিন্ন কথা। ওয়ানডেতে ওর কাছ থেকে এই পজিশনে ভালো কিছু পাওয়া যাবে না।’
2021-05-04 22:48:11
2021-01-24 05:49:16