বিমানের টিকিটের জন্য আজও সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় জমিয়েছেন দেশে আটকা পড়া সৌদি প্রবাসীরা। আজ (শনিবার) ভোর থেকেই সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হন প্রবাসীরা।
এসময় প্রবাসীরা বলেন, সরকারিভাবে অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু অনলাইনে তা এখনো হালনাগাদ করা হয়নি।
তারা বলেন, বারবার অটো মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও কার্যত তার বাস্তবে কোনো ফল পাননি তারা। ফলে বাড়তি অর্থ খরচ করে নিজেদেরকেই ভিসা ও আকামার মেয়াদ বাড়িয়ে নিতে হচ্ছে বলে জানান সৌদি প্রবাসীরা।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00