সৌদি আরব থেকে ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাচ্ছে

৫৪ হাজার রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে চাপ দিয়েছে সৌদি আরব। এইসব রোহিঙ্গারা ৮০ ও ৯০ এর দশকে বিভিন্ন উপায়ে সৌদি আরব গিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের দুর্দশা দেখে ৮০/৯০ সালের দিকে ওই সময়ের সৌদি রাজা স্ব-প্রণোদিত হয়ে অনেক রোহিঙ্গাকেই তিনি তার দেশে নিয়ে যান। অনেকে সরাসরি চলে যান, অনেকে হয়তো বাংলাদেশ হয়েও গেছেন। আমরা এই ঘটনার বিস্তারিত জানি না।

সৌদি বলছে যে ওখানে ৫৪ হাজার রোহিঙ্গা আছেন এবং তাদের অনেকের আবার পরিবারও হয়েছে। তাদের ছেলেমেয়েরা জীবনে বাংলাদেশে আসেনি, তারা আরবিতে কথা বলে, বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। সৌদি সরকার প্রথম বলেছিলেন ৪৬২ জন রোহিঙ্গা জেলে আছেন, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার জন্য।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন আমরা সৌদিকে বলেছি, বাংলাদেশের নাগরিক হিসেবে তারা কোনো একটা প্রমাণ দিতে পারলে, আমরা অবশ্যই তাদেরকে ফিরিয়ে আনব। আমাদের মিশন সৌদি গিয়ে বিষয়টি যাচাই বাছাই করেছে। দেখা গেছে, অধিকাংশেরই বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণপত্র নাই।

তারপর সৌদি আরও বললো, ৫৪ হাজারের মতো রোহিঙ্গা তাদের দেশে আছে। এদের কোনো পাসপোর্ট নেই। সৌদি তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেয়ার জন্য আমাদের বললো।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *