সৌদি আরবের পতাকা থেকে বাদ দেওয়া হচ্ছে না কালেমা

বর্তমানে সৌদি আরবের পতাকা ও জাতীয় সংগীত পরিচালিত হচ্ছে, তাতে পরিবর্তন সহ দেশটির পতাকায় খচিত তরবারির ওপরে যে ঈমানের ঘোষণা কালেমা তাইয়্যিবা রয়েছে, তা সরিয়ে দেওয়া হতে পারে এমন আলোচনা আর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল ব্যপক বিতর্ক। কিন্তু শেষ অবধি সৌদি আরবের জাতীয় পতাকা ও সংগীতের কোন পরিবর্তন হচ্ছে না। 
গত সোমবার সর্বসম্মতিক্রমে দেশটির আইন পরিষদ শুরা কাউন্সিলে অনুমোদিত সংশোধনীতে এ দুটির কোনো পরিবর্তন আনা হয়নি। জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছে সৌদি আরবের শুরা কাউন্সিল। পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দেওয়ার খবরও গুজব বলে দাবী করেছে তারা। 
সৌদি আরবের শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি। চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে খসড়া সংশোধনী অনুমোদন করে। ওই সময় গুজব উঠে যে সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে পরিবর্তন আনা হচ্ছে। 
সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান, জাতীয় পতাকায় পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে। 
এছাড়া ইসলামের আঁতুড়ঘর সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে। 
সৌদি আরবের পতাকায় আল্লাহর একত্ববাদের ঘোষণা করে কালেমায়ে তাইয়েবা খোদাই করা আছে। পতাকাটির রঙ সবুজ, যা মহানবি হযরত মুহাম্মদ (স.) এর প্রিয় রঙ। এছাড়া পতাকাটিতে আছে তলোয়ারের ছবি। 
গত সপ্তাহেই সৌদি পুলিশ পতাকা অবমাননার দায়ে বন্দরনগরী জেদ্দা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে সৌদি পতাকা আবর্জনা থেকে সংগ্রহ করতে দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই চারজনই আবর্জনার ভেতর সৌদি পতাকা ফেলেছিলেন বলে অভিযোগ উঠেছে।

2022-04-09 16:36:18

2022-04-09 06:36:18

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *