সেহরি-ইফতারের মাসয়ালা ও দোয়া

শান্তি-শৃঙ্খলা এবং রহমত, নাজাত ও মাগফিরাতের বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহিমান্বিত মাস রমজান। এমাস মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ । 
আল্লাহ তায়ালা ইরশাদ করেন: (তরজমা) হে মুমিন সকল! তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার। (সূরা বাকারা-১৮৩) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, (অন্য বর্ণনায়) ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়ে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়। (বুখারি শরিফ: হাদিস নং ১৯০১) 
রমজান আসে আমাদের অন্তর জগৎ প্রস্তুত করতে। যেন সেখানে খোদাভীতি জায়গা করে নিতে পারে। বান্দার মনে যদি একবার খোদার প্রেম বসে যায়, তবেই সে সফল জীবনের চাবিকাঠি হাতে পাবে। রমজানের শুরুর দিনে রোজা সংক্রান্ত জরুরি কিছু বিষয় জেনে নেয়া যাক।

2022-04-09 16:34:20

2022-04-09 06:34:20

Published
Categorized as 57

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *