সেনাটহল দলের কনভয়ে হামলা পাল্টাগুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত অস্ত্র-গুলি উদ্ধার

রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ১৯ মাইল এলাকায় সেনাটহলের উপর হামলা চালিয়েছে চুক্তি বিরোধী প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফর সশস্ত্র সন্ত্রাসীরা। আকস্মিক এই হামলার পরপরই আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে টহলরত সেনা সদস্যরা। এসময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেলে তার সঙ্গী অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একটি ২২ রাইফেল, একটি রিভলভার, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড তাজাগুলি, একটি গুলির খোসাসহ চাঁদাবাজির ১৮ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইলফোন উদ্ধার করেছে।

নিহত সন্ত্রাসী সাজেক চাকমা (৩৫) নানিয়ারচর সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কান্দারা চাকমার সন্তান। সে ইউপিডিএফ এর সশস্ত্র শাখার মূল চাঁদা কালেক্টর বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

2021-03-04 08:11:39

2021-03-03 21:11:39

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *