সেঞ্চুরি হাঁকানো কনওয়েকে ফেরালেন মুমিনুল

নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন বছরে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। শুরুটা দারুণ হয়েছিল টাইগারদের। ইনিংসের চতুর্থ ওভারে শরীফুল ইসলাম সাজঘরে ফেরান কিউই অধিনায়ক টম ল্যাথামকে। শরীফুল ফিরিয়েছেন রস টেইলরকেও। তবে তিনে নামা ডেভন কনওয়ের সেঞ্চুরি থামানো যায়নি। সেঞ্চুরি হাঁকিয়ে শেষ পর্যন্ত অকেশনাল স্পিনার মুমিনুল হক সৌরভের বলে আউট হন কনওয়ে। মাঝে ফিফটি করে আউট হয়েছেন উইল ইয়াং।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ। নিউজিল্যান্ডের দলীয় ১ রানেই শরীফুলের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন ল্যাথাম (১)।
তবে দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন কনওয়ে-ইয়াং। দলীয় ১৩৯ রানে রান আউটে কাটা পড়েন ইয়াং। ১৩৫ বলে ৬ বাউন্ডারিতে ৫২ রান করেন তিনি। এরপর উইকেটে আসেন টেইলর। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটবে টেইলরের। তার বিদায়টা সুখকর হতে দেননি শরীফুল। ৩১ রান করা টেইলরকে সাদমানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরীফুল।
এর আগেই ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পান কনওয়ে। ব্যক্তিগত ১২২ রানে মুমিনুল হকের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৬ চারের সঙ্গে একটি ছক্কায় ইনিংসটি সাজান কনওয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮০ ওভারে কিউইদের সংগ্রহ ২২৯/৪। হেনরি নিকোলস ১৭ ও টম ব্লানডেল ১ রানে ক্রিজে ছিলেন।

2022-04-09 16:36:52

2022-04-09 06:36:52

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *