সীমান্ত হত্যায় বাংলাদেশিদেরও দোষ বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

সীমান্তে হত্যার পেছনে বাংলাদেশিদেরকেও কিছুটা দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদেরও কিন্তু দোষ। কারণ আমাদের কিছু দুষ্‌টু ব্যবসায়ীরা, এরা ওখানে ইললিগ্যালি যায়।

ভারত-বাংলাদেশের চুক্তি সই অনুষ্ঠান শেষে এক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের কিছু দুষ্টু ব্যবসায়ী ওখানে (সীমান্তে) অবৈধভাবে যায়। তারা অস্ত্র নিয়ে যাওয়ায় ভয় পেয়ে গুলি করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। আসলে দোষ একতরফা না। আমাদেরও কিছু দোষ আছে।

সীমান্ত হত্যা নিয়ে এক সাংবাদিক পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করায় তিনি বলেন, এগুলো আলচনার মাধ্যমে সমাধান করা হবে। আমরা অনেকদুর অগ্রসরও হয়েছি। ভারতের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন প্রাণঘাতী নয় এমন অস্ত্র সীমান্তে ব্যবহার করা হবে। আশাবাদী। আমরা চাই না একজন লোকও সীমান্ত মারা যাক।

সীমান্ত হত্যার বিষয়ে দুই নেতার শীর্ষ সম্মেলেনের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতাই একমত হয়েছেন যে, সীমান্তে বেসামরিক লোকজনের প্রাণহানি একটি উদ্বেগের বিষয় এবং সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন, যাতে এ ধরনের ঘটনা শূন্যতে নামিয়ে আনা হয়।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *