রাজকুমারী সীতার সয়ম্বর সভায় রাবণ কেন গেলেন? কারন ছিল একটিই। সীতা ভয়ঙ্কর সুন্দরী। রাবণ ছিলেন প্রচণ্ড সুশ্রী এবং জ্ঞানী। তাঁকে বলা হতো দশ মাথার শ্রীলঙ্কান রাক্ষস মানুষ। । রাবণ সীতার গল্প শুনেই গিয়েছিলেন এই স্বয়ম্বর সভায়। সীতার মন জয় করেও তিনি সীতাকে পাননি।
রাম বারো বছরেও সীতার মন পেলেন না। কি করতে পারতেন রাম? কোন সন্তানের জন্ম হয়নি । রাম অবশেষে বুঝে গেলেন তিনি নপুংসক। সীতাকে বনবাসে নিয়ে গেলেন সীতার পরামর্শেই। সীতা জানতেন রাবণ তাঁর জন্য আসবেন । রাবণ ঠিকই আসলেন। সীতা রাবণের সাথে চলে গেলেন লঙ্কায়। সীতা যখন ফিরে আসলেন তিনি তখন প্রসূতি। অবৈধ সন্তান জন্ম দেয়ার অপরাধে তাঁকে মাটিতে পূতে দিলেন রাম আর ঐ যুগের ব্রাহ্মণেরা।
সীতা আর রাবণের প্রেম কাহিনী এখানেই শেষ।

মুকুল খান
কলামিস্ট
সিডনি
2021-09-30 16:42:51
2021-09-30 06:42:51