তামিমকে ৯০ হাজার ডলারে চুক্তির প্রস্তাব দিয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। তামিম সেই প্রস্তাবে রাজি হননি। মূলত করোনা পরিস্থিতির কথা ভেবেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
এ প্রসঙ্গে তামিম জানালেন, ‘প্রস্তাবটি যথেষ্টই আকর্ষণীয় ছিল। তবে অনেক কিছু ভাবনায় রাখতে হয়েছে আমাকে। প্রথমত, আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি এখনও খুব ভালো নয়।
আমি খেলতে যাওয়ার পর আমার পরিবারের কেউ আক্রান্ত হলে দ্রুত ফিরে আসা খুব কঠিন। ক্যারিবিয়ানে ও সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনও স্বাভাবিক নয়। এতসব দুর্ভাবনা নিয়ে খেলাও কঠিন।’
‘এছাড়া ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যদি শুরু হয়, সেটিও ভাবতে হয়েছে। কারণ আমার ক্লাব আমাকে ঘিরেই দল ও পরিকল্পনা সাজিয়েছে। সব মিলিয়েই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আগ্রহী ছিল, তাদেরকে ধন্যবাদ জানিয়েই বলেছি যে এই পরিস্থিতিতে যাওয়া কঠিন।’
গত মার্চ থেকেই করোনার তাণ্ডবের কারণে বাংলাদেশে সব ধরণের ক্রিকেট বন্ধ। সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এক রাউন্ড শেষেই এই আসরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
2021-05-04 02:27:58
2021-05-04 09:27:58