চীন সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর প্রতি সন্ত্রাস দমনে সহযোগিতা ও অভিন্ন নিরাপত্তা সুরক্ষিত করার আহ্বান জানায়।
চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় বলে, চীন বিশ্বাস করে চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি) নির্মাণের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান শক্তিশালী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
চীন আস্থাবান যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে সিপিইসি নির্মাণ ও ভালোভাবে কার্যকর করতে পাকিস্তানের সঙ্গে চীন কাজ করে যাবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান নিয়মিত প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ পাইলট প্রকল্প হিসেবে সিপিইসির তাৎপর্য শুধু পাকিস্তান ও চীনের অভিন্ন উন্নয়ন জোরদার করতেই নয়, এটা আঞ্চলিক কানেকটিভিটি ও অভিন্ন সমৃদ্ধিরও সহায়ক।
সিপিইসির ক্ষতি করতে ভারত বিভিন্ন সন্ত্রাসী দলকে আশ্রয়, প্রশিক্ষণ ও অর্থ দিচ্ছে বলে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত তথ্য প্রমাণ হাজির করার পর বেইজিংয়ের কাছ থেকে এই জবাব পাওয়া গেলো। ইসলামাবাদের অভিযোগ, এসব সন্ত্রাসী গ্রুপ শুধু পাকিস্তানকে অস্থিতিশীল করতেই নয়, সিপিইসি-কে নস্যাৎ করতেও অপতৎপরতা চালাচ্ছে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00