সিডনীর নর্দান বিচে নতুন করোনা ভাইরাস কেস সনাক্ত

মুনা মুস্তাফা: দুটি নতুন করোনা ভাইরাসের কেস সনাক্ত করা হয়েছে সিডনীর নর্দান বীচে যার ফলশ্রুতিতে আরো দুটি নতুন করোনা পজিটিভ কেসের রেকর্ড পাওয়া গিয়েছে।

প্রিমিয়ার গেলিডস বিরিজিকিয়ান নর্দান বীচের অধিবাসীদের সতর্ক করে বলেন সামান্যতম লক্ষণ দেখা গেলেই যেন তারা অতি সত্বর করোনা টেষ্ট করান। তিনি এই নতুন পজিটিভ কেসকে রহস্যময় বলে অভিহিত করেন। সেই সঙে সবাইকে তাদের সতর্কতার জন্য ধন্যবাদ দিয়ে ক্রিসমাস হলিডে তে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেন।

2021-03-04 07:43:10

2021-03-03 20:43:10

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *