মুনা মুস্তাফা: সিডনি ইনার ওয়েষ্ট এর একটি জনপ্রিয় পাবকে সম্প্রতি জোরপূর্বক বন্ধ ঘোষনা করা হয়েছে মূলত কোভিড – ১৯ নিয়ম অমান্য করার দায়ে।
বেলমেইনের উইনিটি হল হোটেল ইতিমধ্যে দুবার কোভিড ১৯ রেসটিকসন অমান্য করায় এবার নোটিস পেয়েছে। লিকিউয়ার এন্ড গেমিং নিউ সাউথ ওয়েলস নিশ্চিত করে যে এই ভেন্যু পরপর দুইটি জন্মদিনের পার্টি হোষ্ট করে যেখানে কোভিড ১৯ এর রেসটিকসন অমান্য করা হয়েছে। পাবটিকে $৫০০০ ফাইন করা হয়েছে।
2021-05-04 18:20:11
0000-00-00 00:00:00