চলমান টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৯৮ রানে চতুর্থ দিন শেষ করেছে ভারতীয় ক্রিকেট দল। পরাজয় এড়াতে হলে সোমবার (১১ জানুয়ারি) শেষ দিন (ডে ফাইভ) তিন সেশন ব্যাট করতে হবে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলকে।
আর যদি এমনটি হয় তবে ভারতের জন্য শেষ দিনে আরও ৩০৯ রান করা সম্ভব। এর ব্যতিক্রম হলে তাদের পরাজয় নিশ্চিত। তখন চার টেস্টের সিরিজে ২-১ এ এগিয়ে যাবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
সিডনিতে তৃতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে শুভমান গিল ও চেতেশ্বর পুজারার জোড়া ফিফটিতে ভর করে ২৪৪ রান তুলতে সক্ষম হয় ভারত।
৯৪ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন ও মার্নাস লাবুশেনের ফিফটিতে ৬ উইকেটে ৩১২ রান নিয়ে চতুর্থ দিনের শেষ বিকালে ইনিংস ঘোষণা করে।
চতুর্থ ইনিংসে ৪০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করার পর ২১ রানের ব্যবধানে দুই ওপেনারের উইকেট হারায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ফেরেন ৫২ রানে, ৩১ রান করে আউট অন্য ওপেনার শুভমান গিল।
চতুর্থ দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮/১০ (স্টিভ স্মিথ ১৩১, মার্নাস লাবুশেন ৯১, উইল পুকোভস্কি ৬২) (রবিন্দ্র জাদেজা ৪/৬২)।
২য় ইনিংস: ৩১২/৬ (ক্যামেরন গ্রিন ৮৪, স্টিভ স্মিথ ৮১, লাবুশেন ৭৩, টিম পেইন ৩৯*)।
ভারত ১ম ইনিংস: ২৪৪/১০ (চেতেশ্বর পুজারা ৫০, শুভম গিল ৫০) (প্যাট কামিন্স ৪/২৯)।
২য় ইনিংস: ৯৮/২ (রোহিত শর্মা ৫২, শুভম গিল ৩১, চেতেশ্বর পুজারা ৯*, আজিঙ্কা রাহানে ৪*)। চতুর্থ দিন শেষে এখনও ৩০৯ রানে পিছিয়ে ভারত।
2021-05-04 19:37:28
2021-01-10 06:43:53