সিডনিতে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

ওয়ানডে সিরিজ হারের মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। তবে সেটা টি-টোয়েন্টিতে। ঠিক একই ব্যবধানে, ২-১ এ। ঠিক অস্ট্রেলিয়ান কায়দায়। প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল অজিরা। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হেরে যায় ক্যাপ্টেন অ্যারোন ফিঞ্চের দল।

টি-টোয়েন্টিতে হলো ঠিক তার উল্টো। প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ ছিনিয়ে নিয়েই ভারত হার মানল তৃতীয় ও শেষ ম্যাচে। অস্ট্রেলিয়া ১২ রানে পেল সান্ত্বনার জয়। নিজেদের মাঠে এড়াল হোয়াইটওয়াশ।

সিডনিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাথু ওয়েড ও গ্লেন ম্যাক্সওয়েলের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৫ উইকেটে গড়ে ১৮৬ রানের লড়াকু পুঁজি। ওয়েড সাজঘরে ফেরেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। তার সঙ্গে ম্যাক্সওয়েল যোগ করেন ৫৪ রান।ভারতের জার্সি গায়ে দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

জবাবে অধিনায়ক বিরাট কোহলির ৮৫ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংসও ভারতের হার এড়াতে পারেনি। সফরকারীদের ইনিংস ৭ উইকেটে গুটিয়ে যায় ১৭৪ রানে।

অজিদের হয়ে বল হাতে মিচেল সোয়েপসনের ম্যাচ সেরা পারফরম্যান্স ভারতের দেখা স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন গুঁড়িয়ে দেয়। ২৩ রানে শিকার করেন তিনি ৩ উইকেট।

2021-03-07 00:17:15

2021-03-06 13:17:15

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *