সিডনিতে টানা কয়েক সপ্তাহের বৃষ্টিতে অনেক এলাকা এখন পানির নিচে। নিউ সাউথ ওয়ালস আর ভিক্টোরিয়ার হাজারো মানুষ বাড়ীঘর ছেড়ে দিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। আজ মঙ্গলবার সারাদিন ছিল ভারী বৃষ্টি। সিডনির অধিকাংশ রাস্তাই এখন পানির নীচে, সিডনির অন্তত ১৫ টি সাভার্বের রাস্তাঘাটে পানি জমে আছে।
গতকাল ওয়েষ্টার্ণ সিডনির ৬৭ বছরের এক মহিলা এবং সাথে তাঁর ৩০ বছরের নিখোজ ছেলের লাশ উদ্ধার করেছে বন্যার পানিতে। নিউ সাউথ ওয়ালসে ১০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে তবে আরও অনেক নিখোঁজ আছে। নিখোঁজদের সংখ্যাটা এখনো জানা যায়নি তবে উদ্ধারের জন্য জরুরী কাজ চলছে।
সরকারী সংস্থার পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবক কাজ করছেন সহযোগিতার জন্য৷ সিডনিতে ১৫০ টি স্কুল বন্ধ রাখা হয়েছে৷ সরকারের বিধিনিষেধ মেনে সম্ভব হলে ঘরে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ অতি প্রয়োজন ছাড়া সাধারন জনগণকে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত এমনকি বাহিরে বের হতে নিরুৎসাহিত করা হয়েছে৷
2022-04-09 16:35:27
2022-04-09 06:35:27