ডারউইনে আজ চাঁদ দেখা গেছে। ফলে আজ হতে পবিত্র রমজান শুরু হয়েছে। অষ্ট্রেলিয়াতে গতকাল থেকে অনেকেই রোজা রাখা শুরূ করে দিয়েছে সৌদি আরবকে অনুসরণ করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইয়েমেন, জর্ডান, কুয়েত, তুরস্ক, মিসরেও চাঁদ দেখা গেছে। ফলে এসব দেশেও রোজা পালিত হচ্ছে।
এদিকে,করোনা মহামারির বিধি-নিষেধের দুই বছর পর রমজান মাসে আগের রূপে ফিরেছে সিডনির বড় মসজিদ, অবার্নের গলিপলি মসজিদসহ আরো অনেক মসজিদ ও মাসাল্লাগুলোতে। এছাড়াও লাকেম্বার হালডনস্ট্রীটে পবিত্র রমজানকে কেন্দ্র করে রাতের বেলার স্ট্রীট ফুডও জমে উঠেছে।
2022-04-09 16:34:20
2022-04-09 06:34:20