সিডনিতে আংশিক কারফিউয়ের ঘোষণা

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর আংশিক কারফিউয়ের ঘোষণা করা হয়েছে এবং চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। করোনার বিস্তার রোধে ইতিমধ্যে শহরটিতে দুই মাস ধরে লকডাউন চলছে।
অনেক নিয়মনীতি করেও দুর্ভাগ্যবশত সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বহাল রাখা হয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী এক ঘোষণায় বলেন, নগরীর ৫০ লাখ লোককে এখন ঘরে থাকতে বলার সময় এসেছে। 
করোনার ভারতীয় ধরন ডেল্টা সংক্রমণের মুখে চলতি বছরে  প্রথম দফায় ৯ সপ্তাহের লকডাউন ২৮শে আগষ্ট শেষ হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ না হওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। 
তিনি আরো ঘোষণা দেন, অবস্থার তেমন উন্নতি না হওয়ায় এমনকি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও টিকা দেওয়ার গতি বিবেচনা করে লকডাউন আরও এক মাস বাড়ানো হয়েছে। 
বর্তমানে সিডনীতে দৈনিক গড়ে প্রায় ৬০০ লোক আক্রান্ত হচ্ছে। তাই সেপ্টেম্বরেও লোকদের ঘরে থাকতে হবে এবং রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে।

2021-09-13 17:23:01

2021-09-13 07:23:01

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *