অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালসের সিটি কাউন্সিল নির্বাচনে বেসরকারীভাবে রেজাল্ট প্রকাশ হয়েছে। উঠে এসেছে বেশ কয়েকজন বাংলাদেশীর নাম।
ব্লুমাউন্টেনের পাশের ডাব্বো সিটি কাউন্সিল সাউথ ওয়ার্ড থেকে বাংলাদেশী শিবলি চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল থেকে আবারো পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশী মাসুদ চৌধুরী, দ্বিতীয়বার পুনঃজয়ীই প্রমাণ করে তার জনপ্রিয়তা। এভাবেই বার বার ধরে রাখুক তার জয়।

ক্যাম্বারলান্ড সিটি কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সমাজকর্মী ডঃ সাবরিন ফারুকী। প্রথম বাংলাদেশী হিসাবে তিনিই প্রথম বিজয় নিশ্চিত করেন প্রাপ্তভোটের ফলাফলের অগ্রাধিকার ভিত্তিতে।

অস্ট্রেলিয়ার বাংলাদেশী এলাকা হিসাবে পরিচিত রজ্ল্যান্ড এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সাজেদা আক্তার সানজিদা।

ক্যাম্বারলান্ডের অয়েন্ট ওয়ার্থভিল ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন সুমন সাহা।

2022-04-09 16:37:13
2022-04-09 06:37:13