সার্চ কমিটির কাছে ১০ জনের তালিকা দিল আ. লীগ

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে নিয়োগ দিতে সার্চ কমিটির কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 
মন্ত্রিপরিষদ বিভাগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নামের তালিকা জমা দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। এ সময় সঙ্গে ছিলেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। 
সিলগালা খামে করে তালিকা জমা দেওয়া হয়। 
এ বিষয়ে সেলিম মাহমুদ সাংবাদিকদের বলেন, দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তারা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। কাদের নাম আছে, তা জানেন না। 
সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ গত ২৭ জানুয়ারি সংসদে পাস হয়। এ আইনের আলোকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয় গত ৫ ফেব্রুয়ারি। 
আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য সার্চ কমিটির জন্য সময় ১৫ দিন। সাংবিধানিক এ প্রতিষ্ঠানের জন্য যোগ্য সিইসি ও নির্বাচন কমিশনারদের খোঁজে আইন অনুযায়ী কাজ করছে। 
সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।  অন্য সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। 
কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

2022-04-09 16:36:17

2022-04-09 06:36:17

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *