সারা বিশ্বে মৃত্যুদণ্ড বাতিলের দাবি ম্যাক্রণের

আন্তর্জাতিক ডেস্ক: এবার বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালাবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ জন্য রাজধানী প্যারিসে একটি কনফারেন্স আয়োজন করা হবে। এখনও বিশ্বের যেসব দেশে মৃত্যুদণ্ড দেয়ার নিয়ম রয়েছে সেসব দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা ওই কনফারেন্সে উপস্থিত থাকবেন।

আগামী ২০২২ সালের প্রথম দিকেই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি পাবে। এরপরই সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে এই প্রচারণা শুরু করবে ফ্রান্স।

এছাড়া বিশ্বের রাষ্ট্রগুলোকে তাদের মৃত্যুদণ্ডের রায় ও কার্যকরের সংখ্যা প্রকাশে বাধ্য করতে জাতিসংঘেও যাওয়ার ঘোষণা দিয়েছেন ম্যাক্রন।

এদিকে বিশ্বের উন্নত দেশগুলোতে এরইমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করে দেয়া হচ্ছে। মৃত্যুদণ্ড বাতিলে বিশ্বের দেশগুলোর মধ্যে ফ্রান্স ছিল ৩৫তম।

2022-04-09 16:40:21

2022-04-09 06:40:21

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *