সারাবিশ্বে লজ্জিত বাংলাদেশ, দায়ভার কার

একদল বাটপার নির্লজ্জ রক্তচোষা বাদুড়দের জন্য সারাবিশ্বে বাংলাদেশ কলংকিত হচ্ছে। যারা ও যাদের সহযোগীতায় এগুলো হয়েছে তারা সরাসরি দেশ ও জাতির শত্রু।
ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে কখনই এই ধরনের ভয়ঙ্কর অপরাধীদের হতে দেশকে বাঁচানো সম্ভব নয়। এরা এতোটায় নীতি নৈতিকতা বিবর্জিত জানোয়ারে পরিণত হয়েছে যে কোটি কোটি মানুষের জীবন এরা শুধুমাত্র অবৈধ অর্থ উপার্জনের জন্য বিনষ্ট করে দিতে একটুও দ্বিধাবোধ করে না।

আফসোস হয় আমার দেশের অযোগ্য ভাড় টাইপ কিছু মন্ত্রীরা উদ্ভট কিছু কথা বলে উদোর পিণ্ডী ভুদোড় ঘাড়ে চাপাতে চায়।এরা আসলে জানেও না ব্যার্থ হলে বা তার কর্তৃক দায়িত্ব সম্পন্ন করতে না পারলে নুন্যতম সম্মানবোধ নিয়ে পদত্যাগ করতে হয়।

একটি মানুষরূপী জানোয়ারের কর্মকান্ডের জন্য কতো মানুষ মারা গেলো আর কতো জীবন হুমকিতে পড়লো তা স্বয়ং সৃষ্টিকর্তাই ভালো জানেন। যেখানে ইতালীর মতো একটি দেশের প্রধানমন্ত্রী আমার দেশের জনগণ নিয়ে একটি ভয়াবহ উক্তি করারা পরও দেশের দায়িত্বশীলদের হতে কোন তৎপরতা দেখছি না। শুনলাম বহির্বিশ্বের সাথে নাকি বাংলাদেশের যোগাযোগ বিছিন্ন হতে পারে!!! যা সত্যিই দুঃখজনক

যদি চোর, বাটপার, ধোকাবাজ যারা জনগণের সম্পদ ধ্বংস করে লুণ্ঠন করে অবৈধ সম্পদের পাহাড় তৈরী করছে এদের বিরুদ্ধে যদি সত্যিকারের আইনের শাসন কার্যকর থাকতো তবে বিশ্ব দরবারে আমাদের দেশের মুখে চুনকালির প্রলেপ পড়তো না।

সবচেয়ে বাস্তব সত্য হলে দেশে কোন আইনের শাসন ই নাই। এ এক অদ্ভুত ভুতুড়ে দেশে আছি আমরা যে দেশে পেটের দায়ে রুটি চুরি করা অসহায় মানুষদের বিচার হয় কিন্তু হাজার হাজার কোটি টাকা চুরি করা ভিভিআইপি দের সংবর্ধনা দেওয়া হয়।

তাই আসুন আমরা আপমর জনগণ ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হই এই ভিভিআইপি চোর ও তাদের আশ্রয়দাতা নির্লজ্জ অমানুষগুলো বিরুদ্ধে নইলে ঐ কুলাঙ্গাররা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ পুরোপুরিভাবে ধ্বংস করে দিবে।

পরিশেষে বলতে চাই আসুন সবাই নিজ নিজ অবস্থান হতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে আদায় করে নেই। নইলে অসংখ্য লোকদেখানো মানবসেবার নামে মুখোশধারীর হাতেই জিম্মি থাকবে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ।

লেখক:
মুহাম্মদ উল্লাহ মধু
সদস্য,
কেন্দ্রীয় কমিটি গণফোরাম।

2021-05-04 16:15:53

2021-05-04 23:15:53

Published
Categorized as 54

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *