রোজিনা বেগম: আজ সোমবার অষ্ট্রেলীয়ার পাবলিক হলিডে উপলক্ষে সমারস বে পিকনিক স্পটে ছিল দর্শনীদের ভিড়। বেলা ১১ঃ০০ দিকে এক মহিলা দর্শনার্থী হঠাৎ পা পিছলে পরে গিয়ে একটি পা ভেঙ্গে যায়।
খবর পেয়ে সাথে সাথে পুলিশ, এ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের উদ্ধার টিমসহ উদ্ধারের জন্য চলে আসে। উদ্ধারকারীরা বিমানে করে উদ্ধার করে সাময়িক চিকিৎসা সাথে সাথে শুরু করে বিমানে করেই হসপিটালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিলা নিরাপদেই আছে। তারপর স্পট আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
2021-05-04 20:24:37
0000-00-00 00:00:00