স্পোর্টস ডেস্ক: আগামী মাসের শুরুতেই মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশীপ। সর্বশেষ ২০০৩ সালে এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিলো বাংলাদেশ। গত ১৮ বছর ধরে বাংলাদেশের কাছে অধরা স্বপ্নে পরিণত হয়েছে এই শিরোপা। যদিও এবার মালদ্বীপ থেকে সেই কাঙ্ক্ষিত শিরোপা নেয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের কর্পোরেট ডার্বি তথা বসুন্ধরা কিংস বনাম সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচের শেষে প্রিমিয়ার মঙ্গলবার সাংবাদিকদের আশার কথা শোনালেন জাতীয় দলের অধিনায়ক।
আসন্ন সাফ সম্পর্কে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে জামাল ভূঁইয়া বলেন, “অবশ্যই সুযোগ আছে। আমরা কিরগিজস্তান, ফিলিস্তিনের সঙ্গে খেলেছি। ওরা র্যাঙ্কিংয়ে ৮০ ওপরে। তারা শক্তিশালী দল। ১৪০ থেকে ১৯০ র্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে আমাদের সুযোগ আছে।”
অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াবে সাফ ফুটবলের এবারের আসরে। যেটা জামালের জামালের ক্যারিয়ারের চতুর্থ সাফ ফুটবল। এবার জয় দিয়ে সাফ ফুটবল রাঙাতে চান জামাল।
অধিনায়ক বলেন, “অবশ্যই আমরা জিততে চাই। ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। আমরা যদি বলি জিতব, সেটা হবে না। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভালো অনুশীলন করতে হবে।
2021-09-30 16:42:33
2021-09-30 06:42:33