জস হ্যাজলউড, প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয় ভারত। এমন লজ্জা তারা এর আগে কখনও পায়নি। এরপর স্বাগতিক দলের বিভিন্ন ক্রিকেটাররা তাদের পাশে দাঁড়াচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলছেন, অতিথিদের প্রতি সহানুভূতি দেখালেও কোনো রকম ছাড় দিতে রাজি নয় তারা।
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে চাপে আছে ভারত। সংবাদ সম্মেলনে ল্যাঙ্গার জানালেন, এটা অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবে, ‘ভারতের প্রতি আমাদের সহানুভূতি আছে। তাই বলে আমরা ছাড় দিতে পারবো না। এটা আমাদের কাজ নয়। ওরা বর্তমানে চাপে আছে। এজন্য ম্যাচে আমরা এগিয়ে থাকবো।
বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়া কোচ এখানে সুযোগ দেখছেন। চাপ প্রয়োগ করতে চান প্রতিপক্ষ অধিনায়কের ওপর। দ্বিতীয় টেস্টে যে পরিকল্পনায় কোনো পরিবর্তন আনছেন না, সেটাও আগাম জানিয়ে রাখলেন।
ল্যাঙ্গার বলেন, প্রথমদিন থেকে ভালোভাবে শুরু করতে হবে। ওদের নতুন অধিনায়ককে (রাহানে) চাপে রাখবো আমরা। আমাদের পরিকল্পনায় পরিবর্তন আসবে না। সফরকারীদের দুজন থাকছে না, যা বাড়তি সুবিধার কারণ হবে আমাদের জন্য।
2021-03-04 07:18:50
2021-03-03 20:18:50