সহজ ৭ ফেস প্যাকেই দূর করুন ত্বকের ব্রণ

নানা কারণেই ত্বকের ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তবে এই সমস্যাটি হলো অন্যতম কারণ ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল। এ ক্ষেত্রে ঘরোয়া কিছু প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হবে। এতে ব্রণের প্রকোপ যেমন কমবে, তেমনি ত্বকও থাকবে উজ্জ্বল ও সুন্দর। জেনে নিন-

* একটি টমেটোর খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন। ১ টেবিল চামচ লেমন জেস্ট ও ১ চা চামচ মধু মিশিয়ে মিশ্রণটি লাগিয়ে রাখুন ত্বকে। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন এই প্যাক।

* আধা চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* অ্যালোভেরা জেলের সঙ্গে গ্রিন টি মিশিয়ে ব্লেন্ড করে নিন। প্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। ধুয়ে ফেলুন পর্যাপ্ত পানি দিয়ে।

* মলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

* ১ টেবিল চামচ ওটমিল গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ মধু ও পরিমাণ মতো গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ধুয়ে ফেলুন পানি দিয়ে।

* একটি ডিমের সাদা অংশের সঙ্গে আধা চা চামচ লেবুর রস ও ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* ১ চা চামচ আদা পেস্টের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

2021-05-04 02:31:06 2021-05-04 09:31:06
Published
Categorized as 25

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *